সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫
আজকের আর্টিকেলে আমরা জানব কিভাবে সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫ এ সম্পর্কে। এবং আমরা আরো জানবো হারিয়ে যাওয়া সিমের রেজিস্ট্রেশন তথ্য কিভাবে বের করব।
এবং প্রত্যেকটি অপারেটরের রেজিস্ট্রেশন তথ্য বের করব কিভাবে সব কিছু জানবো আজকের এই আর্টিকেল থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং সঠিক ইনফরমেশন পান।
সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫
আমরা অনেকেই যারা সিম ব্যবহার করি ফোনে আমাদের অধিকাংশ সবারই নিজস্ব সিম হয়ে থাকে না কারণ অনেকের nid না হওয়ার কারণে হয়তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো এনআইডি দিয়ে ভেরিফাই করা সিম দিয়ে আমরা ফোন ইউজ করি।
এবং আবার অনেকেই আছে কার সিম কার নামে রেজিস্ট্রেশন করা এগুলো কিছুই মনে থাকে না। তো ২০২৫ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) সিম রেজিস্ট্রেশন চেক করার প্রক্রিয়াকে আরও সহজ করে দিয়েছে।
আগে সবাই কাস্টমার কেয়ারে যেত এবং অনেক হয়রানি হতে হত কি কি করতে হবে এরকম গাইডলাইন দেয়ার মত কেউ ছিলনা যা করব তাই তো এরকম অনেক অসুবিধে ছিল একসময়। কিন্তু এখন ২০২৫ সালে এসে এতটাই সহজে গিয়েছে।
আপনি চাইলে ঘরে বসেই মোবাইল ফোন থেকে নিজে নিজে অনলাইনে রেজিস্ট্রেশন চেক করতে পারবেন এবং ডায়াল প্যাডে ডায়াল করেও আপনি এসএমএস এর মাধ্যমেও জানতে পারবেন আপনার সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে।
তো এই তথ্যগুলো জানার জন্য অনলাইনেও এখন সিস্টেম রয়েছে এবং আপনি অফলাইনের ডাইলপ্যাড ব্যবহার করে জানতে পারবেন। তো কিভাবে আপনি জানবেন কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন চেক করবেন সিম কার নামে রেজিস্ট্রেশন করা আছে।
এগুলো তথ্য বের করবেন অনলাইন ঘাঁটাঘাটি করে কিভাবে বের করবেন সবকিছু নিয়ে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা থাকছে। আশা করি পুরো আর্টিকেল আপনি যদি প্রপার ভাবে পড়েন তাহলে অবশ্যই আপনি এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন।
এবং সহজ উপায় আপনি সিম রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে অনেকেই আছে যারা জানে না যে একটি সিম দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা যাবে। তো তাদের জন্য আমার এই সেকশনে কথাটা বাড়ানো হলো।
আপনি একটি সিম দিয়ে সর্বোচ্চ 15 টি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন করার নিয়ম।
হারিয়ে যাওয়া সিম এর রেজিস্ট্রেশন তথ্য বের করব কিভাবে
আমাদের অনেকের সিম হারিয়ে যায় অথবা মোবাইল ফোন হারিয়ে যায় তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যায়। যে এখন তো ফোন অথবা সিম হারিয়ে গেল কি করা হবে এখন আমি এই সিম কিভাবে বের করব। অনেকের সিমে বিকাশে অথবা নগদে রকেটে মোবাইল ব্যাংকিং এগুলো তে টাকা থাকে।
অনেক টাকা থাকে অথবা ব্যক্তিগত ইনফরমেশন থাকে সিম দিয়ে অনেক কিছুতে রেজিস্ট্রেশন করা থাকে যার কারণে একটি সিম অনেক গুরুত্বপূর্ণ। যখন মোবাইল ফোন অথবা সিম হারিয়ে যায় তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আবার অনেকে অনলাইনে সার্চ করি।
যে কিভাবে হারিয়ে যাওয়া সিমের রেজিস্ট্রেশন তথ্য বের করব তো চলুন আমরা আপনাদের টেনশন দূর করে দিচ্ছি। যখন আপনার সিম হারিয়ে যাবে তখন যদি আপনার নামেই রেজিস্টেশন করা থাকে সেই সিম তাহলে তো আপনি নিজে নিজেই সেটা সমাধান করতে পারবেন।
কোন সমস্যা হবে না। আপনার নামে যদি সিম হয়ে থাকে তখন আপনি প্রথমে আপনি অপারেটরের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন কল করে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন তথ্য বের করতে পারবেন।
অথবা আপনি কোন সিমের দোকানে গিয়ে সেখানে আপনি যদি বলেন যে আমার সিম হারিয়ে গেছে কিভাবে আমি আমার সিম টি পুনরুদ্ধার করব তাহলে উনারা বলে দিবেন যে আপনাকে সেম রিপ্লেসমেন্ট করতে হবে যার কারণে ২০০ টাকা লাগবে।
এবং আপনার এনআইডি সঙ্গে থাকতে হবে যে nid দিয়ে আপনি আগে সিমটি ক্রয় করেছিলেন রেজিস্ট্রেশন করেছিলেন। এই সকল ডকুমেন্টস যদি আপনার কাছ থেকে থাকে তাহলে আপনি সহজেই সে দোকান থেকেই সিম রিপ্লেসমেন্ট করে আবার নতুন করে ওই সিম ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনি যদি প্রতিটি অপারেটরের ওয়েবসাইটে গিয়ে হারানো সিম নাম্বার দিয়ে তথ্য যাচাই করতে পারবেন। অনেকে মনে করেন হারানো সিম নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু আসলে তা নয়। যদি সিমটি আপনার নামে আগে থেকেই রেজিস্ট্রেশন থাকে।
তাহলে অপারেটরের গ্রাহক সেবাকেন্দ্র থেকে ডুপ্লিকেট সিম নিতে পারবেন।সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫। হারানো সিমের রেজিস্ট্রেশন তথ্য বের করার ক্ষেত্রে এনআইডি, জন্মতারিখ, এবং পূর্বে ব্যবহৃত কল রেকর্ড গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তাই নিজের পরিচয় সঠিকভাবে দিলে আপনি খুব সহজেই সেই সিমের তথ্য ফিরে পাবেন।
জিপি সিম রেজিস্ট্রেশন চেক করবো কিভাবে
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি অপারেটর এর নাম হচ্ছে গ্রামীণফোন যাকে শর্টকাটে(জিপি) বলা হয়। যারা জিপি সিম ব্যবহার করেন তাদের জন্য সিম রেজিস্ট্রেশন চেক করার সুবিধাও অনেক সহজ।বর্তমান প্রেক্ষাপটে ২০২৫ সালের নিয়ম অনুযায়ী গ্রামীণফোন সিম রেজিস্ট্রেশন চেক করতে আপনাকে শুধু মোবাইল থেকে *16001# ডায়াল করতে হবে।
তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা লিখুন । তখন আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয় পত্রে কতগুলো সিম রেজিস্ট্রেশন রয়েছে। প্রথমে আপনাকে উপরোক্ত *16001# এটি প্রেস করে ডায়াল করতে হবে।
ফোনের ডায়াল প্যাডে গিয়ে তারপর আপনার ভোটার আইডি কার্ডের মানে এনআইডি কার্ডের যে নাম্বার রয়েছে ওই নাম্বারটি আপনাকে সেখানে টাইপ করতে হবে টাইপ করার পর সেন্ট অথবা ওকে বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর একটি পপআপ নোটিফিকেশন আসবে সেখানে দেওয়া থাকবে আপনার এন আই ডি দিয়ে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেই কয়টি সিমের নাম্বার। এটাই হচ্ছে জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার প্রপার নিয়ম একদম সহজ নিয়ম।
রবি সিম রেজিস্ট্রেশন চেক করব কিভাবে
রবি ব্যবহারকারীদের জন্যও সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম অনেকটা একই রকম। আপনি মোবাইল থেকে *1600*3# ডায়াল করে খুব সহজেই জানতে পারবেন। আপনার সিম কোন নামে রেজিস্ট্রেশন হয়েছে।
যদি দেখেন অন্য কারও নামে সিম রেজিস্ট্রেশন হয়েছে তাহলে তাৎক্ষণিকভাবে রবি গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করতে হবে। বর্তমানে রবি ব্যবহারকারীরা অনলাইনেও এই তথ্য দেখতে পারছেন, যা ব্যস্ত সময়ে অনেকের জন্য বড় সহায়ক হয়ে উঠেছে।
এয়ারটেল সিম রেজিস্ট্রেশন করব কিভাবে
যারা এয়ারটেল ব্যবহার করছেন, তাদের জন্য সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত সহজ। নতুন সিম কিনলে বিক্রেতা স্বয়ংক্রিয়ভাবে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেয়। তবে যদি পুরনো সিম হয় এবং আপনি রেজিস্ট্রেশন চেক করতে চান তাহলে *121*4444# ডায়াল করতে হবে।
এয়ারটেল গ্রাহকরাও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন তথ্য চেক করতে পারেন। এজন্য এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে।
বাংলালিংক সিম রেজিস্ট্রেশন করব কিভাবে
বাংলালিংক ব্যবহারকারীদের জন্য রেজিস্ট্রেশন চেক করার প্রক্রিয়াও সহজ। মোবাইল থেকে *1600*2# ডায়াল করলেই জানা যাবে সিম কোন নামে নিবন্ধিত। বাংলালিংক ব্যবহারকারীরা ওয়েবসাইট থেকেও সিম রেজিস্ট্রেশন যাচাই করতে পারবেন।
এছাড়া বাংলালিংক অ্যাপ ব্যবহার করে অনলাইনে লগইন করলে সহজেই আপনার সমস্ত সিম তথ্য দেখা সম্ভব।সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫।
জিপি সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
আমরা এর আগে জেনেছি অফলাইনে কিভাবে ডায়াল প্যাডে ডায়াল করে জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম সম্পর্কে। এখন আমরা জানবো যে কিভাবে জিপি সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করব। আমরা যারা জিপি সিম ব্যবহার করছি তারা শুধু কোড নয় অনলাইনেও রেজিস্ট্রেশন চেক করতে পারব। যার জন্য আমাদের ভিজিট করতে হবে গ্রামীণফোনের অফিসিয়াল ওয়েবসাইটে।
ওয়েব সাইটে ভিজিট করার পর সেখানে গিয়ে জাতীয় পরিচয় পত্র এবং সিম নম্বর লিখলে রেজিস্ট্রেশন তথ্য পাওয়া যাবে। এটি বিশেষ করে উপকারী হয় যখন আপনার সিমটি অন্যের হাতে থাকে বা আপনি মোবাইল ব্যবহার করতে পারছেন না। অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারবেন যে সিমটি আসলে আপনার নামে আছে কিনা।
অধিকাংশ মানুষই তো জানে না যে অনলাইনেও সিম রেজিস্ট্রেশন চেক করা যায়। তো আপনারা একটি কাজ করবেন এগুলো আপনি যখন গুগলে সার্চ করে আমাদের ওয়েবসাইট পাবেন তারপর আর্টিকেলটি পড়বেন এবং আপনি কাইন্ডলি আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও যেন এগুলো বিষয়ে জানতে পারে।
জিপি (GP) সিম রেজিস্ট্রেশন চেক করার অফিসিয়াল ওয়েবসাইট
Grameenphone-এর অফিসিয়াল ওয়েবসাইট:
https://www.grameenphone.com এই ওয়েবসাইটে, আপনি “SIM Registration Check” বা “MyGP” অপশন ব্যবহার করে আপনার সিম রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে যাচাই করতে পারবেন।
প্রথমে আপনাকে যা যা করতে হবেঃ
- ব্রাউজারে https://www.grameenphone.com–এ যান।
- মেনুতে “SIM Registration Check” অথবা “MyGP” অপশন খুঁজে বের করুন।
- আপনার মোবাইল নম্বর দিয়ে লগইন (OTP ভেরিফিকেশন) করুন।
- লগইন করার পর ড্যাশবোর্ড থেকে আপনার সিম কার নামে নিবন্ধিত তা দেখতে পারবেন ।
তার পাশাপাশি:
- MyGP অ্যাপ-এও (অ্যান্ড্রয়েড বা iOS) এই সুবিধা রয়েছে: “My Profile” বা প্রোফাইল সেকশনে গিয়ে আপনি আপনার সিম মালিকানা ও রেজিস্ট্রেশন ডিটেইলস দেখতে পারেন।
এয়ারটেল সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
এরপরে আসি এয়ারটেল সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য। আপনি যদি এয়ারটেল সিম এর অনলাইনে রেজিস্ট্রেশন চেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে যেগুলো করতে হবে তা দেখিয়ে দিচ্ছি
প্রথমে আপনাকে airtel এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং আপনার এয়ারটেল এর মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এয়ারটেল এর মোবাইল নাম্বার বলতে আপনার এয়ারটেল সিমের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে।
এটি বিশেষভাবে কার্যকর যখন আপনি একাধিক সিম ব্যবহার করছেন এবং কোনটি কোন এনআইডিতে রেজিস্ট্রেশন করা আছে তা জানতে চান তখনই আপনার এটা অনেক সুবিধা হবে।সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫। তো চলুন আমরা নিচের দেখে নেই যে পাখারে কিভাবে আমরা অনলাইনে আমাদের এয়ারটেল সিমের রেজিস্ট্রেশন চেক করবঃ
Airtel সিমের রেজিস্ট্রেশন চেক– এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট
১. My Airtel প্ল্যাটফর্ম (ওয়েবসাইট বা অ্যাপ)
- Airtel-এর অফিসিয়াল ওয়েবসাইট হল https://www.bd.airtel.com/en, অর্থাৎ "My Airtel" সেবা পোর্টাল।
- ওয়েবসাইটে লগইন করলে আপনি আপনার সিম সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন ব্যালেন্স, প্যাকেজ, সার্ভিস , এবং সম্ভাব্যত আরও দেখতে পারবেন। যদিও সরাসরি "SIM Registration Check" নামে কোন ফিচার স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে এটি "My Airtel" প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোফাইল বা সেবা প্যানেলে খুঁজে পাওয়া যেতে পারে।
- পাশাপাশি, My Airtel অ্যাপ (অ্যান্ড্রয়েড ও iOS) ব্যবহার করেও আপনার অ্যাকাউন্ট ও প্রোফাইল সাথে সিম ইনফরমেশন দেখা সম্ভব AppleAirtel।
২. USSD কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন যাচাই (সরাসরি কোড)
- Airtel সিমের রেজিস্ট্রেশন তথ্য দ্রুত পেতে আপনি মোবাইল ডায়ালার ব্যবহার করতে পারেন:
- *121*4444# ডায়াল করলে আপনি জানতে পারবেন আপনার নামে (NID বা সিম)-এর সাথে কতগুলো Airtel সিম রেজিস্ট্রেশন করা আছে । সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫।
- এছাড়া, সাধারণভাবে সব অপারেটরের রেজিস্ট্রেশন দেখা যায় *16001# ডায়াল করে এবং NID-এর শেষ চার সংখ্যা দিয়ে – যেন আপনি জানতে পারেন কোন কোন সিম আপনার নামে নিবন্ধিত এটি BTRC-র ইউনিভার্সাল কোড
ঠিক এই ভাবেই সবগুলো অপারেটরের রেজিস্ট্রেশন চেক করতে পারবেন। আমি এখানে দেখেছি এয়ারটেল এবং জিপি সিমের এখন আপনি চাইলে নিজে নিজে বাংলালিংক ও রবি সিমের ও রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে ঠিক এইভাবেই তাই আমি দেখালাম না।
তো আপনাদের সুবিধার্থে আমি প্রথমে রবি অফিসিয়াল ওয়েবসাইট লিংক এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনি চাইলে এই লিংকে ক্লিক করে আপনি আপনার সিমের রেজিস্ট্রেশন করা তথ্য খুঁজে বের করতে পারবেন।
আরো পড়ুন ঃ সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট
তার থেকে আরেকটি সুবিধা হয় যে আমি উপরে যেভাবে দেখিয়েছি অন্যান্য সিমের অনলাইনে রেজিস্ট্রেশন করার তথ্য কিভাবে খুজে বের করবেন তার নিয়ম এখন তার নিচে আমি এখন আবারো দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই রবি সিম এবং বাংলালিংক সিম কিভাবে রেজিস্ট্রেশন বের করবেন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে।
রবি সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- Robi-এর অফিসিয়াল ‘My Robi’ ওয়েবসাইট পোর্টাল: https://www.robi.com.bd/en
- এই ওয়েবসাইটে লগইন করে আপনি আপনার সিম ও প্রোফাইল সম্পর্কিত বিবরণ দেখতে পারবেন । এবং ব্যালেন্স অফার সার্ভিস ও সবকিছু দেখতে পারবেন। তারপর আপনি আপনার সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য যদি আপনি সিম রেজিস্ট্রেশন চেক। নামে স্পষ্ট মেনু খুজতে চান সেখানে নাও থাকতে পারে। তবে ম্যানেজ ইওর সিম এই পরিষেবা প্যানেল থেকে প্রোফাইলের মধ্যে এই তথ্য পাওয়া যেতে পারে
অফলাইনে ডায়াল প্যাড ব্যবহার করে Robi সিম রেজিস্ট্রেশন চেক করার ইউএসএসডি কোড
- Robi সিম রেজিস্ট্রেশন (NID-এর অধীনে কতগুলি সিম নিবন্ধিত আছে) জানতে ডায়াল করুন: *1600*3#
- বাংলাদেশে যে কোনো অপারেটর ব্যবহারের জন্য একটি সার্বজনীন কোডও রয়েছে: *16001#, এবং পরে আপনার NID-এর শেষ ৪ ডিজিট ইনপুট করলে একটি এসএমএসে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিবরণ দেখা যাবে ।
বাংলালিংক সিম অনলাইনে রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
- Banglalink-এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে: https://www.banglalink.net/en
- এই সাইটে আপনি সিম সম্পর্কিত বিভিন্ন তথ্য, গ্রাহক সেবা, e-Shop (ই-কার্যকর) ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি এখানে গিয়ে নতুন সিম কিনতে পারেন এবং বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করতেও পারবেন।
- তবে, SIM-Registration Check বা রেজিস্ট্রেশন স্ট্যাটাস সরাসরি ওয়েবসাইটে ‘SIM Registration Check’ নামে একটি স্পেসিফিক ফিচার নেই অথচ এটি “My Banglalink (MyBL)” অ্যাপ বা ওয়েব পোর্টালের মাধ্যমে প্রোফাইল সেকশনে খুঁজে পাওয়া যেতে পারে।
সহজ উপায়ে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম ২০২৫ এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক সহজ। প্রতিটি অপারেটরের জন্য আলাদা কোড, অনলাইন সুবিধা এবং গ্রাহক সেবাকেন্দ্র সবকিছুই এখন সহজলভ্য। তাই আপনার সিমটি অবশ্যই নিজের নামে নিবন্ধিত কিনা তা যাচাই করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
FAQ (প্রশ্নোত্তর)
কিভাবে জানব আমার সিম কোন নামে রেজিস্ট্রেশন হয়েছে?
নির্দিষ্ট USSD কোড ডায়াল করে বা অনলাইনে যাচাই করা যায়।
এক এনআইডিতে কতগুলো সিম নিবন্ধন করা যায়?
২০২৫ সালের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করা যায়।
হারানো সিমের রেজিস্ট্রেশন তথ্য কিভাবে পাব?
অপারেটরের হেল্পলাইন বা অনলাইন সিস্টেমে এনআইডি দিয়ে চেক করা যায়।
আমার সিম অন্যের নামে রেজিস্ট্রেশন থাকলে কী করব?
গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার কোড কী?
*16001# ডায়াল করতে হবে।
রবি সিমের তথ্য কীভাবে জানা যাবে?
16003# ডায়াল করে জানা যাবে।
এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম কী?
1214444# ডায়াল করতে হবে অথবা অনলাইনে চেক করা যাবে।
বাংলালিংক সিম চেক করার কোড কী?
16002# ডায়াল করতে হবে।
অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে কী দরকার?
এনআইডি ও মোবাইল নম্বর।
সিম রেজিস্ট্রেশন কেন গুরুত্বপূর্ণ?
নিরাপত্তা, প্রতারণা রোধ এবং বৈধ সেবা গ্রহণের জন্য এটি অত্যন্ত জরুরি।
লেখকের শেষ মন্তব্য
আজকে আর্টিকেলে সহজে সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আপনাদের সুবিধার্থে সবকিছু শর্টকাটে সাজিয়ে লেখা হয়েছে। যাতে আপনারা বুঝতে পারেন। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনারা আপনাদের সার্চকৃত সঠিক ফলাফল পেয়েছেন এবং সঠিক তথ্য পেয়েছেন।
আপনি যদি এই আর্টিকেল পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয়-স্বজনদের শেয়ার করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত এরকম অনেক টেকনোলজি রিলেটেড আর্টিকেল লেখা হয় এবং অনেক ইনফরমেশন গাইডলাইন শেয়ার করা হয়।
এরকম টেকনোলজি রিলেটেড এবং গাইডলাইন রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নিতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url